Header Ads Widget

Responsive Advertisement

নাটোরের গুরুদাসপুর টিএমএসএস’র স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

 

এ কে খান :

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় দেশের শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষা ও সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টিএমএসএস’র গুরুদাসপুর উপজেলার নাজিরপুর শাখা কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টিএমএসএস’র স্বাস্থ্য সেক্টরের আওতায় নাজিরপুর রিজিওন কর্তৃক আয়োজিত সারাদেশের এই কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় প্যাথলজি ও ব্লাড টেস্টের সুবিধা পান।

অনুষ্ঠানে টিএমএসএস’র নাজিরপুর রিজিওনের, রিজিওন প্রধান মোঃ বিপ্লব মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিএমএসএস’র অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান ও সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস’র পরামর্শক মোঃ মনিরুল ইসলাম, নাটোর জোনের, জোন প্রধান দেবনারায়ন সাহা ও প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ সুলতান প্রামাণিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম টিএমএসএস’র সারাদেশব্যাপী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিএমএসএস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি টিএমএসএস’র পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে সক্রিয় ভাবে অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এবং প্রখ্যাত নারী সংগঠক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএস’র মানবিক ও সামাজিক অবদানকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, মানবিক মূল্যবোধকে সামনে রেখে টিএমএসএস স্বাস্থ্যসেবাসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, টিএমএসএস’র নাটোর জোনের আওতাধীন ২১টি শাখার মধ্যে নাজিরপুর রিজিওনের নাজিরপুর ও সংড়া-২ শাখার মাধ্যমে এ অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্য, শিক্ষা ও সেবা কার্যক্রমের সূচনা করা হলো।

অনুষ্ঠানে টিএমএসএস’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমের সংশ্লিষ্টরা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএস’র নাজিরপুর শাখার, শাখা প্রধান মো. মাসুদ রানা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা-১ আসনে ৩ জনের মনোনয়ন অবৈধ  ৪ জনের বৈধ ঘোষণা