ওয়ান মিনিট টিভি ডেস্ক :
আসন্ন জাতীয় নির্বাচনে ৬৮, পাবনা-১ (সাঁথিয়া) আসনে প্রার্থীদের যাচাই-বাছাইয়ের পর ৩ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে প্রার্থীদের উপস্থিতিতে ৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়।
যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা পাবনা-১ আসনের মনোনয়ন জমাদানকারী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খাইরুন্নাহার খানম মিরু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ ও স্বতন্ত্র তাজুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি পাবনা-১ আসনের জামায়াতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, বিএনপির প্রার্থী শামসুর রহমান, ইসলামি আন্দোলনের আব্দুল গণি ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
উল্লেখ্য, সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পাবনা-১ ও পাবনা-২ আসনে পুনঃতফসিল জারি হয়। এরই প্রেক্ষিতে উল্লেখিত দুইটি আসনের প্রার্থীরা পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেন।
0 Comments