এ কে খান পাবনা :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রংপুর-ঢাকা-রংপুর রুটে চলাচলকারী এ নতুন বাস সার্ভিসটি ২০ নভেম্বর লালমনিরহাট আনসার ব্যাটালিয়ান সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল পিভিএম, পিভিএমএস। প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, “আনসার ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট জনসেবা মূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন ভাবে রংপুর বাস সার্ভিস চালু হওয়া সেই ধারাবাহিকতারই একটি অংশ। এটি জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াতের পাশাপাশি ট্রাস্টের সেবা সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও ভিডিপি'র রংপুর জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এএসএম সাখাওয়াত হোসেন ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মোঃ সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট আনসার ৩৪ বিএন এর অধিনায়ক পরিচালক মোঃ কামরুজ্জামান। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিতি উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, সহকারী পরিচালক, রংপুর রেঞ্জ, মোঃ আবদুস সালাম, সহকারী পরিচালক, লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন ও মোঃ হামিদুর রহমান, কোম্পানি কমান্ডার, লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন, তরুণ কুমার ঘোষ, কোম্পানি কমান্ডার, মোঃ সাজিদুল ইসলাম, লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন প্রমূখ। বাস সার্ভিস চালুর মাধ্যমে নতুন সম্ভাবনা, নতুন ভাবে চালু হওয়া এ রুটের মাধ্যমে রংপুর অঞ্চলের যাত্রীরা নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত যাতায়াত সুবিধা পাবেন বলে অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ট্রাস্টের এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা স্বাগত জানান।
অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, বাসের ড্রাইভার, সুপারভাইজার, ব্যাটালিয়ান আনসার, উপজেলা প্রশিক্ষক, উপজেলা কোম্পানী কমান্ডার, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার ভিডিপি ও টিডিপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments