Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত




মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: 

পাবনার সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উজান খানমামুদপুর গ্রামে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধোপাদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধোপাদহ ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ফজলুল বারী সান্টু, শাজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান বাবুল, ধোপাদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফজলুল হক, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের মৃত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

সাঁথিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত