এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কর্তৃক আয়োজিত রংপুর রেঞ্জের, রেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি'র প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে রেঞ্জের এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিডিএমএস সভাপতিত্ব করেন। এ কনফারেন্সে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের সকল ইউনিট প্রধানগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতি রেঞ্জ কমান্ডার কনফারেন্সে রংপুর রেঞ্জের আঞ্চলিক কার্যক্রমের অগ্রগতিসহ সাংগঠনিক ও প্রশাসনিক বিভিন্ন কর্মকাণ্ড বিষয়ে আলোচনা করেন এবং আসান্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে সকলকে আহব্বান জানান।
উক্ত কনফারেন্স রংপুর রেঞ্জের ৩টি ব্যাটালিয়ান পরিচালক, ৮টি জেলার জেলা কমান্ট্যান্ড ও জনসংযোগ সমন্বয়কী ও মনিটরিং অফিসার প্রমূখ কনফারেন্সে উপস্থিত ছিলেন।
0 Comments