ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা জেলার সাঁথিয়া উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত নারী উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ। কলেজটি একাডেমিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষাতিরিক্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এবছর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে কলেজ থেকে মোট ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মোট ৯ জন শিক্ষার্থী ১ম স্থান অর্জন করে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করে।
পাবনা জেলা পর্যায়ে হাড্ডাহাড্ডি লড়াই করে 'নির্ধারিত বক্তৃতা'য় একাদশ শ্রেণির শিক্ষার্থী অনিকা ইসলাম ১ম স্থান, 'নাতে' একাদশ মানবিক শাখার শিক্ষার্থী মাহমুদা খাতুন ১ম স্থান এবং 'দেয়াল পত্রিকা'য় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আরা ও তার দল চ্যাম্পিয়ন হয়ে উপজেলা, জেলা ছাপিয়ে এখন বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা করার যোগ্যতা অর্জন করেছে।
শিক্ষার্থীদের এই সাফল্যে সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ আব্দুল মালেক অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন কলেজর অধ্যক্ষ, শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী। মেয়েদের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তাদের পিতামাতা অভিভাবকগণ।
উল্লেখ্য, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের এই সকল শিক্ষার্থী কলেজের বিতর্ক ও আবৃত্তি ক্লাব, কুইজ ক্লাব, বিজ্ঞান ক্লাব ও স্পোকেন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের সদস্য।
0 Comments