জুবায়ের খান প্রিন্স, পাবনা :
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের দীর্ঘদিনের আবাসন সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এবি ট্রাস্টের ব্যবস্থাপনায় ও কাতার চ্যারিটির অর্থায়নে প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার ১৮ জানুয়ারি সকালে কলেজের কামাল উদ্দিন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম বিশু।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় শিক্ষক, সাংবাদিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে তারা বলেন, এই ছাত্রাবাস নির্মাণের ফলে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসন সংকট অনেকটাই কমবে এবং শিক্ষা পরিবেশ আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি শহীদ বুলবুল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শিবজিত নাগ, এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কলিমউদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস কাব্য। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খোকনসহ কলেজের ছাত্র-ছাত্রীরা। দর্শকসারিতে উপস্থিত ছিলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
কলেজ অধ্যক্ষ জানান, এবি ট্রাস্টের সহায়তায় শিগগিরই আরও একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে দুটি বাস অনুদানের আবেদন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজন সম্পন্ন হয়।
0 Comments