Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ায় টিএমএসএস কর্তৃক ইন্ডিটেক্স গ্রুপের কান্ট্রি ডিরেক্টরকে সংবর্ধনা

 


এ কে খান :

বিশ্বখ্যাত পোশাক খাতের বহুজাতিক প্রতিষ্ঠান ইন্ডিটেক্স  Trading SA গ্রুপের কান্ট্রি ডিরেক্টর মি. জাভিয়ের কার্লোস সান্তোজা ওলসিনা-কে সংবর্ধনা প্রদান করেছে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস। বগুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র বগুড়ার মম-ইন পাঁচতারকা হোটেলের সভাকক্ষে আয়োজিত ১৬ জানুয়ারি শুক্রবার এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা জানানো হয়। তারা বগুড়ার টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইনে পৌঁছালে সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম তাদের শুভেচ্ছা ও স্বাগতম জানান। অনুষ্ঠানে জানানো হয়, ইন্ডিটেক্স Trading SA গ্রুপভুক্ত বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জারা করোনা মহামারী-পরবর্তী সময় থেকে টিএমএসএস'র আওতাধীন দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অত্যন্ত মূল্যবান ও অভিজাত মানের পরিচ্ছদ সামগ্রী অনুদান হিসেবে নিয়মিত সরবরাহ করছে। এসব অনুদান দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এছাড়াও জারা প্রতিষ্ঠানটি রপ্তানি খেলাফি পোশাক সামগ্রী নগণ্য মূল্যে সরবরাহ করছে, যার মাধ্যমে টিএমএসএস'র অধীনে থাকা হাজার হাজার হোম-বেজড ওয়ার্কার-এর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর ফলে নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। টিএমএসএস-এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই কার্যক্রমের দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছেন আইইএস সেক্টরের সেক্টর প্রধান পরিচালক ড. নিগার সুলতানা। বর্তমানে ইন্টিগ্রেটেড ইকোনমিক সাপোর্ট কার্যক্রমের পরিসর বৃদ্ধি পাওয়ায় এ দায়িত্ব ইকোনমিক সাপোর্ট এখতিয়ারাধীন পরিচালক ড. ফাতেমা খাতুন রিমা তত্ত্বাবধান করছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্ডিটেক্স গ্রুপ ও টিএমএসএস'র এই পারস্পরিক সহযোগিতা দেশের দরিদ্র জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ইন্ডিটেক্স গ্রুপের কর্মকর্তারা টিএমএসএস'র নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা টিএমএসএস পরিদর্শন করায় সংস্থার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। 

এ সময় টিএমএসএসের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, গনমাধ্যম কর্মী ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে তারা টিএমএসএস কর্তৃক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএস কর্তৃক ইন্ডিটেক্স গ্রুপের কান্ট্রি ডিরেক্টরকে সংবর্ধনা