খালেদ আহমেদ :
আলোচনা, ফিতা কেটে উদ্বোধন, প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র, বুম, ডায়েরি ও কলম বিতরণসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হলো সিনসা ডিজিটাল প্রতিনিধি সম্মেলন- ২০২৬।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় দৈনিক সিনসা কার্যালয়ে দুই পর্বে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় ১ম পর্বে আলোচনা ও বাদ জুম্মা ২য় পর্বে উদ্বোধন, প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র, বুম, ডায়েরি, কলম বিতরণ ও মধ্যাহ্ন ভোজসহ নানা কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার বলেন, আমরা হয়তো আকাশ ছুঁতে পারি না, কিন্তু সাংবাদিকতার প্রতি ভালোবাসা কচ্ছপের কামড়ের মতো—একবার ধরলে ছাড়তে ইচ্ছা করে না। অনেক সময় পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তবুও মনে হয় এটাকে আঁকড়ে ধরে রাখি। তবে জীবন বাঁচাতে ও সংসার চালাতে প্রত্যেকেরই সাংবাদিকতার পাশাপাশি বিকল্প আয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন।
তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাব সম্পর্কে বলেন, প্রেসক্লাব মত প্রকাশের স্বাধীনতার এক অনন্য উদাহরণ। জাতীয় প্রেসক্লাবের পরেই এটি প্রতিষ্ঠিত—জাতীয় প্রেসক্লাব ১৯৫৪ সালে এবং পাবনা প্রেসক্লাব ১৯৬১ সালে। এই ক্লাবের সদস্যদের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা এবং সব রাজনৈতিক মতাদর্শের সাংবাদিক রয়েছেন, কিন্তু এখানে কখনো দলীয় রাজনীতি চর্চা হয় না।
উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
প্রধান সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এর সঞ্চালনায় বক্তব্য দেন উদ্বোধক প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, ডিজিটালের হেইড অব নিউজ শফিক আল কামাল ও স্বাগত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেন হেইড অব ডিজিটাল ফয়সাল হক।
আরও বক্তব্য দেন সাহিত্য সম্পাদক নদী গবেষক ড. মনছুর আলম, সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি ও প্রতিনিধি ফারুক হোসেন, সুজানগর প্রতিনিধি এমএ আলিম রিপন ও ডিজিটাল প্রতিনিধি আব্দুস সবুর জয়, ভাঙ্গুড়া প্রতিনিধি মানিক হোসেন, স্টাফ রিপোর্টার সেলিম মোর্শেদ রানা, হুমায়ুন রাশেদ, আব্দুল মোমিন সাগর, চাটমোহর প্রতিনিধি রিকাত আলী সুমন, আমিনপুর প্রতিনিধি ফেরদৌস হাসান, বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন পত্রিকার অফিস স্টাফ ফজলে রাব্বি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিশেষ প্রতিনিধি খালেদ আহমেদ আল চিশতি নিজামী ফকির।
সময়ের চাহিদা ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে গত বছরের ২৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “সিনসা ডিজিটাল” নামে অনলাইন প্ল্যাটফর্মের শুভসূচনা হয়। যাত্রালগ্ন থেকেই দ্রুত, নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সিনসা ডিজিটাল অল্প সময়ের মধ্যেই পাঠক ও দর্শকদের মাঝে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।
বিশেষ করে স্থানীয় ও জাতীয় ইস্যুতে তাৎক্ষণিক আপডেট, অনুসন্ধানী প্রতিবেদন এবং প্রতিনিধিনির্ভর সংবাদ পরিবেশনের কারণে সিনসা ডিজিটাল বর্তমানে একটি বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। ভবিষ্যতেও সত্য, ন্যায় ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে পাঠকসমাজের প্রত্যাশা পূরণে সিনসা পরিবার দৃঢ়প্রতিজ্ঞ।
0 Comments