Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় মাহাতাব বিশ্বাস-এর সুস্থতা এবং মরহুম শফিউর রহমান-এর জন্য দোয়া ও আলোচনা


খালেদ আহমেদ, পাবনা : 

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে অসুস্থ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস-এর সুস্থতা কামনায় এবং দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মরহুম শফিউর রহমান খান-এর জন্মদিন উপলক্ষে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় দৈনিক সিনসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মরহুম শফিউর রহমান সাপ্তাহিক পাবনা বার্তা ও দৈনিক ইছামতি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, পাবনা আঞ্জুমান মুফিদুল ইসলামের প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা কলেজের অভিভাবক সদস্য, সেন্ট্রাল গার্লস হাই স্কুলের অভিভাবক সদস্য, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিসহ অসংখ্য সমাজসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

১৯৩১ সালের ২৩ ডিসেম্বর  বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন এবং ২০০১ সালের ৩১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অন্যদিকে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ্জ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

দৈনিক সিনসা সম্পাদক এসএম মাহবুব আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিটি কলেজ পাবনা ও সামছুল হুদা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু। 

বাবু বলেন,

অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস দীর্ঘ কর্মজীবনে পাবনার শিক্ষা, সমাজ ও গণমাধ্যম উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।

এছাড়াও তিনি দুবলিয়ার হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজ, পদ্মা কলেজ, ফজিলাতুন্নেছা গার্লস হাই স্কুলসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রবর্তক। শিক্ষা বিস্তারে তাঁর প্রচেষ্টায় পাবনায় গড়ে উঠেছে শতাধিক স্কুল, কলেজ ও মাদরাসা। মাস্ট ইউনিভার্সিটির জন্য নিজস্ব ১০ বিঘা জমিতে নির্মাণ করেছেন ১০ তলা ভবন, যা বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গণমাধ্যম ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য। এছাড়া পাবনায় ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আন্দোলনেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন সামছুল হুদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, খয়েরসুতি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জিয়াউল হক জিয়া এবং পাবনা কলেজের সহকারী অধ্যাপক ড. আলমগীর হোসেন। 

আরও বক্তব্য দেন 

সিটি কলেজ পাবনার অধ্যাপক মুক্তার হোসেন, সাঁথিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. মনছুর আলম, সামছুল হুদা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, স্কয়ার কর্মকর্তা এসএম তারিক হাসান সুমন ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।

উপস্থিত ছিলেন 

সিটি কলেজ পাবনার অধ্যাপক আশরাফুল ইসলাম টিংকু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, দৈনিক সিনসা'র কম্পিউটার অপারেটর শেখ সোহেল রানা ও অফিস স্টাফ ফজলে রাব্বি। 

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মানব কল্যাণ ট্রাস্টের সহকারী প্রধান শিক্ষক ক্কারী মাওলানা মো. আব্দুল মালেক নুমানী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন নদী গবেষক সহকারী অধ্যাপক ড. মনছুর আলম।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

রাজশাহী রাকাব পরিচালনা পর্ষদের ৬০০তম সভা অনুষ্ঠিত