Header Ads Widget

Responsive Advertisement

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে বেলা’র সচেতনতামূলক প্রচারণা

 

সফিক আল কামাল :

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর সচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত প্রচারণামূলক আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন বেলা নেটওয়ার্ক সদস্য ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক সহকারি অধ্যাপক এস এম মাহবুব আলম, রিভারাইন পিপলস পাবনা জেলা শাখার সভাপতি নদী গবেষক ও বেলা নেটওয়ার্ক সদস্য ড. মনছুর আলম, ব্র্যাক পাবনা অঞ্চলের টিম লিডার মো. সোহরাব হোসেন, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, সহকারি প্রধান শিক্ষক (অব.) আইয়ুব হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলামিস্ট সাংবাদিক ও বেলা নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল। 

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত সমস্যা নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও চিত্র পদর্শন করেন বেলা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় সান্যাল।

শিক্ষার্থীদের মাঝে বক্তব্য দেন নুসরাত জাহান তাজ ৮ম, মুশফিরাত তাসনিম ৯ম, হুমায়রা তাবাসসুম ৮ম ও নিয়তি ইসলাম ৭ম শ্রেণি। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আব্দুল মান্নান এবং শাহনাজ সূচি। 

একবার ব্যবহারযোগ্য প্লাাস্টিক বোতল জনস্বাস্থ্য ও জীববৈচিত্রের জন্য খুবই ক্ষতিকর প্রভাব তৈরি করছে। অনিয়ন্ত্রিত প্লস্টিক বর্জ্যরে প্রভাবে শহরে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা বন্ধ, দূষিত জলপথ এবং জনস্বাস্থ্যের জন্য চরম হুমকীস্বরুপ। এই ভয়াবহ অবস্থা চলতে থাকলে পরিবেশের ভারসাম্যতায় বিপর্জয় ঘটবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও পরিবেশগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র সমৃদ্ধি কর্মসূচি আয়োজিত স্বাস্থ্য ক্যাম্প বগুড়ায় অনুষ্ঠিত