এ কে খান, পাবনা :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর রাজশাহীস্থ প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬০০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও পরিচালনা পর্ষদের পরিচালকগন যথাক্রমে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ প্রমুখ অংশ গ্রহণ করেন।
সভায় ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
0 Comments