মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
সংসদীয় আসন ৬৮,পাবনা ০১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক (চীন) সরদার এম জাহাঙ্গীর হোসেন। তার পক্ষ হতে আজ মঙ্গরবার (২৩ ডিসেম্বর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হোসাইন খান।
জানা গেছে, পাবনা ১ আসনে এ পর্যন্ত চারজন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গত বুধবার (১৭ ডিসেম্বর) জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। সোমবার (২২ ডিসেম্বর)) বিএনপি নেতা ভিপি শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদও সোমবার (২২ ডিসেম্বর) পাবনা ১ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
0 Comments