ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনার শিল্প সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অন্যতম সংগঠন কাব্যশ্রী লেখকচক্রের আয়োজনে "শীত সন্ধ্যার গান, কবিতাপাঠ ও পিঠা উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৪টায় দিলালপুর মহল্লায় রোটারিয়ান আলতাফ হোসেনের "সেঁজুতি ভিলায়" অত্যন্ত মনোরম প্রাকৃতি পরিবেশে আনন্দ আড্ডায় মেতে উঠে শিল্পী, কবি-সাহিত্যিকগণ।
কবিতা, গানের ফাঁকে ফাঁকে চলে পিঠা খাওয়া। অনুষ্ঠানের বিশেষত্ব ছিল মঞ্চের পাশেই পিঠা পাকোড়া তৈরির চুলা। একদিকে পৌশের কনকনে ঠান্ডা অপরদিকে গরম গরম পিঠা পাকোড়া বেশ উপভোগ্য এবং বৈচিত্র্যময় ছিল উৎসবটি। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কবি সাহিত্যিকগণ বিদায়ের সময় এমনটাই জানালেন।
অনুষ্ঠানে অতিথি, শিল্পী, কবি সাহিত্যিকগণের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বাহেজ উদ্দিন, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর উপদেষ্টা সাবেক বন কর্মকর্তা রোটারিয়ান মো. আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক রোকোনুজ্জামান সন্জু, কবি অধ্যাপক আব্দুদ দাইয়ান সরকার, কবি ও নদী গবেষক ড. মনছুর আলম, পাবনা সরকারি টেকনিক স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর মিয়া রাজু, কবি গীতিকার মোহাম্মদ আলী, পাবনা ইসলামীয়া ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসেন, কবি আদ্যনাথ ঘোষ, কবি-ছড়াকার দেওয়ান বাদল, কবি ও গল্পকার সৈয়দা কামরুন্নাহার শিল্পী, মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সভাপতি কবি ও প্রকাশক রেহানা সুলতানা শিল্পী, সহ-সাধারণ সম্পাদক কবি শামীমা সীমা, অনুষ্ঠান সম্পাদক কবি বিজুরী ইসলাম, কাব্যশ্রী লেখক চক্র'র সভাপতি, ডিএএস সোহাগ, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার, অর্থ সম্পাদক কবি মরিয়ম বেলারুশী, কণ্ঠশিল্পী রবিরাজ, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, কণ্ঠশিল্পী ফারহানা পারভীন, নাট্যকর্মী সিনথিয়া রহমানসহ পাবনার কবি–সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক কবি যাযাবর জিয়া।
0 Comments