আলমগীর কবীর হৃদয় :
গল্প, কথা, গান, কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে চর্চাগৃহ সাহিত্য সংসদ পাবনার আয়োজনে সাপ্তাহিক সাহিত্য আড্ডা চর্যাকাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ নভেম্বর পাবনা শহরের পাঁচমাথা মোড় কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারে সংগঠনের সভাপতি বিশিষ্ট কথাসাহিত্যিক মোখলেস মুকুল এর সভাপতিত্বে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন চাটমোহর থেকে আগত গবেষক ও প্রাবন্ধিক মো. আব্দুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার শাহিন মনোয়ার, পাবনার কবি ও নদী গবেষক ড. মনসুর আলম, কথাসাহিত্যিক আবদুল মান্নান সরকার, কবি ইদরিস আলী মধু, কবি ও শিক্ষাবিদ এনামুল হক টগর, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, আবৃত্তিকার উদাশ আব্দুল্লাহ, বাচিকশিল্পী নাহিদ নাজমুল, শিশুসাহিত্যিক নূরুল ইসলাম বাবুল, উত্তরণ পাবনার যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ সাহিত্য সম্পাদক কবি ও রন্ধনশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন প্রমুখ।
0 Comments