Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য ক্লাসপার্টি ও নবীনবরণ অনুষ্ঠিত



এ কে খান :

দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্লাস পার্টি ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ১৩ নভেম্বর কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদ সম্পর্কে নানা দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, জনতা ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান, পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস-চেয়ারম্যান ও টিএমএসএস উপদেষ্টা মুহাম্মদ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর, পুন্ড্র ইউনিভার্সিটির এমিরেটাস প্রফেসর, টিএমএসএস উপদেষ্টা প্রফেসর ড. এম আফজাল হোসেন ও পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর চিত্ত রঞ্জন মিশ্র প্রমুখ। অনুষ্ঠানে গেস্ট অব অনার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম অশোকা ফেলো, পিএইচএফ অ্যান্ড একেএস। কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির চেয়ারম্যান ও টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোছা. গুলশান আরা পারভীন, গভর্ণিং বডির সদস্য আবু তাহের মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষ আকর্ষণীয়ভাবে সাজিয়ে তোলে। দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নৃত্য ও বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও শাখার পারফরমেন্সের ভিত্তিতে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও টিএমএসএস কর্তৃপক্ষের উপস্থিতিতে সার্বিক পরিবেশ ছিল উৎসব মুখর ও প্রাণবন্ত। অনুষ্ঠানে টিএমএসএসের উপদেষ্টা, পর্ষদ পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, নানা শ্রেণি পেশার মানুষ, টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ