আলমগীর কবীর হৃদয় :
শব্দের জাদুকর, খ্যাতিমান কবি ও ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ–এর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নৃত্যালেখ্য ‘লিলুয়া বাতাস’–এর বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরো পরিবেশেই ছিল স্মৃতিময় আবেগ ও শিল্পভাবনার ছোঁয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিশেষ সহকারী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
ফরিদুল ইসলাম খোকন, সাবেক সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পাবনা, মারুফা মঞ্জুরি খান, জেলা কালচারাল অফিসার (অ: দা:), রবিউল ইসলাম রবি, বর্ষীয়ান সাংবাদিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার যুগ্ম সম্পাদক ও উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, উত্তরণ পাবনার উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার, সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক কবি ও রন্ধনশিল্পী সৈয়দা সোনিয়া খাতুন, সহ-সাংগঠনিক সম্পাদক বাউল ও নৃত্যশিল্পী সিদ্দিকুর রহমান সিদ্দিক, এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি–সম্পাদক ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—
“কদমগুচ্ছ খোঁপায় জড়ায়ে দিয়ে জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে, তুমি চলে এসো… এক বরষায়…”
যদিও প্রকৃতিতে এখন বর্ষা নয়, তবুও হুমায়ুন আহমেদ যেন তাঁর সৃষ্টির কোমল শ্যামল স্নিগ্ধতায় আমাদের হৃদয়ে চিরকালীন এক বর্ষা হয়ে বইতে থাকেন—এমন অনুভূতিতেই ভাসছিল পুরো অনুষ্ঠানমঞ্চ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারভীন আরা, সভাপতি, গন্তব্য, পাবনা।
উপস্থাপনায় ছিলেন গন্তব্যের নৃত্যপরিচালক মুস্তাকিম ইব্রাহিম তন্ময়।
0 Comments