Header Ads Widget

Responsive Advertisement

মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নের পাবনা -১ গড়তে ‘Hello Our Barrister’ অনুষ্ঠিত


রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা : 

৬৮ পাবনা-১ (সাঁথিয়া–বেড়া) আংশিক আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি নির্বাচিত হলে কেমন সাঁথিয়া–বেড়া দেখতে চান মেধাবী শিক্ষার্থীরা—সে বিষয়ে মতামত, স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘Hello Our Barrister’।

শুক্রবার (৯ জানুয়ারি) সাঁথিয়ার দৌলতপুর ইমাম হুসাইন একাডেমিতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তিনি একটি আধুনিক, শিক্ষাবান্ধব, কর্মসংস্থানমুখী ও দুর্নীতিমুক্ত সাঁথিয়া–বেড়া গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি আরো বলেন, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, যুব উন্নয়ন ও অবকাঠামো খ্যাতে যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে পাবনা-১ কে একটি আদর্শ সংসদীয় আসনে পরিণত করা সম্ভব।

এ সময় শিক্ষার্থীরা তাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে একটি ইস্তেহার উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ নেতৃত্বের কাছে শিক্ষার্থীবান্ধব নীতিনির্ধারণের আহ্বান জানান। বক্তারা বলেন, মেধাবী তরুণদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

অনুষ্ঠানটি সাঁথিয়া–বেড়ার তরুণ সমাজের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যৎ উন্নয়ন ভাবনায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা সাঁথিয়ায় 'আলহাজ্ব মোহাম্মদ আ. ওহাব বাগচী হাফিজিয়া মাদ্রাসা' প্রতিষ্ঠা