Header Ads Widget

Responsive Advertisement

পাবনায় অধ্যক্ষ নূরুল আলম সংবর্ধিত

 

খালেদ আহমেদ :


অধ্যাপক নূরুল আলম বাচ্চু উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ হওয়ায় তাঁর বন্ধুদের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট ক্লাসমেট-৯১ কর্তৃক সংবর্ধিত হয়েছেন। 


শনিবার (৩ জানুয়ারি) রাত ৮ টায় রূপকথা রোডে স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে রাজশাহী ডিআইজি অফিসের কন্ট্রোলার ইন্সপেক্টর আব্দুল হাই (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নূরুল আলম বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নূরুল আলম বাচ্চু বলেন, “বন্ধুদের এমন ভালোবাসা ও সম্মান আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। আজকের এই সংবর্ধনা আমার দীর্ঘ শিক্ষকতা জীবনের এক অনন্য প্রাপ্তি। আমি বিশ্বাস করি, শিক্ষকতা শুধু একটি পেশা নয়—এটি একটি দায়িত্ব, একটি আদর্শ ও একটি মানবিক ব্রত।" তিনি বন্ধুদের সবার দোয়া ও সহযোগিতা কামনা করে আরও বলেন, আল্লাহ তায়ালার রহমতে এবং সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমি আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আগামীতেও সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে শিক্ষা ও সমাজ উন্নয়নে কাজ করে যেতে চাই। 


আয়োজক সংগঠন ইন্ডিপেন্ডেন্ট ক্লাসমেট-৯১ এর এডমিন ও সভাপতি তমাল হুসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আলাউদ্দিন পরাগ।


প্রধান অতিথিকে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক আশরাফুজ্জামান টিংকু, গোলাম হাসনায়েন বিপ্লব, মোহাম্মদ আলী, এডভোকেট হাসানুল বান্না, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম দোলন, সমাজ সেবক শফিকুর রহমান শান্ত, এবিসি গ্রুপের জোনাল ম্যানেজার কবির উদ্দিন কবি, সহকারী শিক্ষক আবু সরোয়ার বিশ্বাস, জাহফুরুল শান্ত, মিলন স্যার, বিশিষ্ট ব্যাবসায়ী আতিকুল ইসলাম সুজন, খালেদ শামস মিঠু, এখলাস উদ্দিন বিশ্বাস রূপম, মনোয়ার হোসেন চাঁদ, মিজানুর রহমান ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ। 


আলোচনার আগে বন্ধুরা অধ্যক্ষ নূরুল আলমকে ফুলের মালা পরিয়ে ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এছাড়া সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  


উল্লেখ্য, শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারি হয় ২০২৫ সালের ১১ ডিসেম্বর এবং অধ্যক্ষ আলহাজ্ব নূরুল আলম যোগদান করেন ১৪ ডিসেম্বর। অনুষ্ঠান শেষে সকলে একসাথে রাতের খাবার গ্রহণ করেন। 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ আল চিশতী নিজামী ফকির।



Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র বার্ষিক কলাকৌশলী সভা অনুষ্ঠিত হলো বগুড়ায়