Header Ads Widget

Responsive Advertisement

সাঁথিয়ায় চতুর্থ শ্রেণির কর্মচারীদেরকে ছাত্র শিবিরের শীতবস্ত্র প্রদান



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা : 

পাবনার সাঁথিয়া সরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাঁথিয়া সরকারি কলেজ শাখা। 

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) শীতবস্ত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম শওকত আলী খান, সাঁথিয়া উপজেলা ছাত্র শিবিরের সেত্রুেটারিমোঃ সাফাতুল্লাহ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রিহাল হোসেন, সাঁথিয়া সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি আসলাম উদ্দীন খান, সেত্রুেটারি আ. মজিদ প্রমুখ। 

সাঁথিয়া সরকারি কলেজের চতুর্থ শ্রেণির সকল কর্মচারীকেই শীতবস্ত্র প্রদান করা হয়েছে। 

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নের পাবনা -১ গড়তে ‘Hallo Our Barrister’ অনুষ্ঠিত