Header Ads Widget

Responsive Advertisement

পাবনা-১ ও পাবনা-২ আসনের জাতীয় নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত সঠিক নয়



ফারুক হোসেন, সাঁথিয়া, পাবনা :

পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এ মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়।

নির্বাচন অগ্রাধিকার                                                                        ত্রয়োদশ জাতীয়  সংসদ নিবার্চন

টিভিস্ক্রল                                                                            নম্বর: ১১৯ 

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ২৫ পৌষ (৯ জানুয়ারি):

সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:   


মূলবার্তা: 

‘পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এ মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো-বাংলাদেশ নির্বাচন কমিশন।’

বাংলাদেশ নির্বাচন কমিশন/তানভীর/আতিক/আলী/শফি/২০২৬/১২৫০ ঘণ্টা

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা সাঁথিয়ায় 'আলহাজ্ব মোহাম্মদ আ. ওহাব বাগচী হাফিজিয়া মাদ্রাসা' প্রতিষ্ঠা