মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
সমর্থক ভোটার তথ্য সঠিক না হওয়ায় ৬৮, পাবনা ১ (সাঁথিয়া-বেড়া আংশিক) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার মিরু ও হাজী ইউনুস আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান ও জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নাজিবুর রহমান মোমেনসহ অন্যান্য প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (০২ ডিসেম্বর) পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানানো হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬৮,পাবনা ১ আসনে গত সোমবার (২৯ ডিসেম্বর) ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে মনোনয়পত্র উত্তোলন করেছিলেন ৯ জন। তন্মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা দেননি।
জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খায়রুন্নাহার খানম মিরু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদ ও কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ-সভাপতি হাজী ইউনুছ আলী, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গণি, জামায়াত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ৬৮,পাবনা ১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন এবং বিএনপি নেতা ডা: শফিকুল ইসলাম দলের সিদ্ধান্ত মেনে নিয়ে মনোনয়নপত্র জমা দেননি। দলের মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করবেন বলে জানিয়েছেন।
0 Comments