এ কে খান :
অপরাধমুক্ত স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে প্রধান কারিগরের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, এনডিসি, পিএসসি। একই সঙ্গে তিনি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, উৎসবমুখর ও পরিচ্ছন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
রবিবার (২৮ ডিসেম্বর) তিন দিনের নীলফামারী, দিনাজপুর ও লালমনিরহাট সফর শেষে রংপুর রেঞ্জাধীন বিভিন্ন ইউনিটের কার্যক্রম পরিদর্শন কালে রংপুর নগরীর মাহিগঞ্জ জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে স্বপ্নের নতুন সোনার বাংলাদেশ। তিনি বলেন, দায়িত্ব পালনের প্রতিটি ধাপই এক ধরনের বিনিয়োগ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই চাকরি জীবনের সর্বোত্তম বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘সঞ্জীবন প্রকল্প’ একটি সময়োপযোগী উদ্যোগ। এ প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচন কালীন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক কামারুজ্জামান, কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ এস এম সাখাওয়াত হোসেন, গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সহকারী পরিচালক ফারুক হোসেন, রংপুর রেঞ্জ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং ভাতাভোগী সদস্য প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন। এ মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁর রংপুর রেঞ্জের তিন দিনের কার্যক্রম শেষ হয়।
0 Comments