এ কে খান পিভিএম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে (টিডিপি) সদস্যদের প্রস্তুত করতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় সদর বরিশাল হল রুমে টিডিপি মৌলিক প্রশিক্ষণ- ৬ষ্ট ধাপ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ আব্দুস সামাদ বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট কেন্দ্রের নিরাপত্তা, ব্যালট ও নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় টিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব যেন বাস্তব দায়িত্ব পালনের সময় প্রতিফলিত হয়। নির্বাচন ছাড়াও দুর্যোগ মোকাবেলা, সামাজিক নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রমে টিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে প্রতিটি উপজেলায় ‘সঞ্জীবন প্লাটুন’ গঠন করা হবে, যার মাধ্যমে বেকার আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও দেশের সামগ্রিক সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, স্বাবলম্বী হওয়ার প্রথম ধাপ হলো দক্ষতা অর্জন, দ্বিতীয় ধাপ হলো সেই দক্ষতায় ধারাবাহিকতা বজায় রাখা। টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুধু কর্ম দক্ষতা নয়, বরং আত্মবিশ্বাস সৃষ্টিরও একটি বড় সুযোগ। তোমাদের দায়িত্ব এখন শেখা জ্ঞানকে কাজে লাগিয়ে নিজ নিজ জায়গায় উন্নয়নমূলক ভূমিকা রাখা। সমাজ পরিবর্তনের চাবিকাঠি তোমাদের হাতেই, ক্ষুদ্র ব্যবসা শুরু করা, সরকারি সহায়তা গ্রহণ, আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয়, মহিলা উদ্যোক্তা উন্নয়ন এবং আধুনিক আত্মকর্মসংস্থানের সম্ভাবনা, এই প্রশিক্ষণ তোমাদের সেই ভিত্তি তৈরি করে দিয়েছে। সমাপনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ এবং চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
উল্লেখ্য, ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণ- ৬ষ্ঠ ধাপ সমাপনী অনুষ্ঠান কার্যক্রম বরিশাল রেঞ্জাধীন, বরিশাল জেলার ১০ টি উপজেলায় ৭৩৯ জন পুরুষ ও মহিলা এবং ভোলা জেলার ৫টি উপজেলায় ৩৭৮ জন পুরুষ ও মহিলা একই সাথে প্রষিক্ষণ সম্পন্ন করেছেন।
0 Comments