Header Ads Widget

Responsive Advertisement

ঢাকায় আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসে নতুন যান সংযোজনের শুভ উদ্বোধন

 

এ কে খান পিভিএম :

সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আর্থসামাজিক উন্নয়ন এবং বেকারত্বহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকারে এগিয়ে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দায়িত্ব গ্রহণের পর থেকে সদস্যদের কল্যাণ ও বাহিনীর সার্বিক উন্নয়নে সময়োপযোগী ও বাস্তবধর্মী নানা উদ্যোগ গ্রহণ করে চলেছেন। এরই ধারাবাহিকতায় আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে বাহিনীর কর্মকর্তা-কর্মচারী, সদস্য-সদস্যা ও তাঁদের পরিবারবর্গের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক পরিবহন সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।

ঢাকার খিলগাঁও বাহিনীর সদর দপ্তরে ৭ জানুয়ারি বুধবার আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপোর্ট সার্ভিসে নতুন করে সংযোজন করা হয় ২টি বাস, ২টি এসি কোস্টার এবং ১১টি ১.৫ টন ট্রুপস ক্যারিয়ার। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রেঞ্জ ও জেলা পর্যায়ের প্রতিনিধিদের হাতে নতুন সংযোজিত যানবাহনের চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে মহাপরিচালক আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে সম্প্রসারিত ট্রান্সপোর্ট সুবিধার গুরুত্ব তুলে ধরে বলেন, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন, কর্মদক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে তিনি ফিতা কেটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসে নতুন সংযোজিত বাস, কোস্টার ও ট্রুপস ক্যারিয়ারগুলোর শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে দেশ ও বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। নতুন সংযোজিত এসব যানবাহন ছুটি ও বদলি সংক্রান্ত যাতায়াত, ব্যাটালিয়ন গমনাগমন, রেশন ও রশদ পরিবহন, বিনোদনমূলক ভ্রমণ, আন্তঃব্যাটালিয়ন ও আভিযানিক মুভমেন্টসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজে ব্যবহৃত হবে। এর মাধ্যমে বাহিনীর সদস্যদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও সময়োপযোগী পরিবহন সেবা নিশ্চিত করা সম্ভব হবে। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকল্যাণে অগ্রাধিকার, দক্ষ মানবসম্পদ গঠন এবং আধুনিক ও গতিশীল বাহিনী গড়ার অঙ্গীকারেরই আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

এ সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, উপমহাপরিচালকগণ, পরিচালকগণ ও বাহিনীর উর্ধ্বতন কমকর্তা কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

ভোলা আনসার-ভিডিপি'র তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন