Header Ads Widget

Responsive Advertisement

ভোলায় আনসার-ভিডিপি ৩ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

 


এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারাদেশ ব্যাপী শীতবস্ত্র বিতরণের পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর দিক নির্দেশনায় ও বরিশাল রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মো. আব্দুস সামাদ এর উদ্যোগে ভোলা জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। 

আজ ৬ হতে ৮ জানুয়ারি পর্যন্ত ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচি আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য সদস্যা ও তাদের পরিবারবর্গ এবং সাধারন রোগীদের জন্য ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ ক্যাম্পেইন চোখের চিকিৎসা ও চোখের ছানী অপারেশন দাঁতের চিকিৎসা প্রদান ও  অন্যান্য সাধারণ রোগের চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল সংখ্যক রোগী চিকিৎসা পরামর্শ গ্রহণের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। বিশেষ করে চক্ষু সমস্যায় ভোগা রোগীদের জন্য আধুনিক ব্যবস্থাপনায় চক্ষু ছানী অপারেশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া শীতের তীব্রতা বিবেচনায় মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ও শীত বস্ত্র কম্বল বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কমান্ড্যান্ট রাসেদ বিন মামুন। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বলেন, “আনসার ও ভিডিপি বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধ নয় দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা মানবিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সমাজ পতিদের প্রতি আহবান জানান। তিনি ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনোরঞ্জন বর্মন এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, রেঞ্জ কমান্ডার, আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট ও সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় আশীর্বাদ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণ মূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। জেলা কমান্ড্যান্ট রাশেদ বিন মামুন জানান প্রথম দিনের মেডিকেল ক্যাম্পেইন চিকিৎসা সেবা ও ফ্রী ঔষধ বিতরণ পাশাপাশি আনসার-ভিডিপি এবং জনসাধারণ শীতার্থ ৫০০ জনের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। যা মানুষের মধ্যে এই উদ্যোগকে ঘিরে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ভোলা জেলার আনসার-ভিডিপি সদস্য, তাদের পরিবারসহ সকল শ্রেণি-পেশার মানুষ নির্ধারিত সময়ের মধ্যে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র গ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শীতবস্ত্র কম্বল পেয়ে তারা সংগঠনের মহাপরিচালক, রেঞ্জ কমান্ডার ও জেলা কমান্ড্যান্টদের প্রতি কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জানান। 

এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, আনসার ভিডিপি সংগঠনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শনে ইউজিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি