এ কে খান, পাবনা :
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেডের অর্থায়নে দুবলিয়া এলাকার দরিদ্র শীর্তাত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুবলিয়া গ্রামীণ ব্যাংকের সামনে ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের সেক্রেটারি সাবেক প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ খান রাজু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীর্তাতদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকার ইমপালস হাসপাতালের পরিচালক ডাক্তার লুৎফুল কবীর খান দুলাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান খান, ডাক্তার মোজাম্মেল হক খান, বাচ্চু খান ও ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
এ সময় এলাকার অসহায় প্রায় শত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে এলাকার অসহায় মানুষরা অত্যন্ত খুশি এবং তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লখ্য, বাংলাদেশ চায়না ক্লাবের অর্থায়নে দুলবিয়া সেকেন্দার-লুৎফা ফাউন্ডেশনের মাধ্যমে এ এলাকায় শীতবস্ত্র কম্বল বিতরণ করায় ফাউন্ডেশন কর্তৃপক্ষ বাংলাদেশ চায়না ক্লাবের সভাপতি জনাব শাজাহান রাজু ও জেনারেল সেক্রেটারি মো. জাহাঙ্গীর সিকদার সহ ক্লাবের অন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। পাশাপাশি অসহায় মানুষ কম্বল পেয়ে ক্লাব কর্তৃপক্ষের প্রতি দোয়া কামনা করেন।
0 Comments