এ কে খান :
বগুড়ায় দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আগামী বছরের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কলাকৌশল বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বগুড়ার টিএমএসএস'র আওতাধীন পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইনে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক এবং আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম।
সভায় অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম বলেন, ২০২৬ সালকে সামনে রেখে টিএমএসএসের প্রতিটি কার্যক্রমকে আরও পরিকল্পিত, টেকসই ও মানুষের কল্যাণমুখী করতে হবে। তিনি মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নসহ সংস্থার বিভিন্ন সেক্টরের কার্যক্রমে গুণগত মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংস্থার অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় টিএমএসএস'র সেক্টর প্রধান ও উপনির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান সভায় সভাপতিত্ব করেন। তিনি সংস্থার বিভিন্ন দিক ও বিগত বছরের কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন। তিনি চলমান প্রকল্প সমূহের অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি আগামী বছরের পরিকল্পনা ও লক্ষ্যসমূহ সম্পর্কে অবহিত করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএস'র উপদেষ্টা আয়শা বেগম। তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি আরও বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি যথা সময়ে ঋণ বিতরণ ও আদায় করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সভায় অন্যদের মধ্যে টিএমএসএস'র জিজি এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও পরিচালক অপারেশান এন্ড উন্নয়ন মোঃ রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন। এছাড়া সারা দেশের বিভিন্ন ডোমেইন প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন এবং নিজ নিজ ডোমেইনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, গৃহীত সিদ্ধান্ত ও পরিকল্পনার সফল বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে টিএমএসএসের কার্যক্রমে আরও ইতিবাচক পরিবর্তন আসবে এবং সংস্থাটি উন্নয়ন কর্মকাণ্ডে নতুন সাফল্যের দিগন্ত উন্মোচন করবে।
সভা শেষে সকলের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়। মহান আল্লাহ তায়ালা যেন সবাইকে নেক হায়াত দান করেন এই কামনা করা হয়। এ সময় টিএমএসএস'র উর্ধ্বতন কমকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments