মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
পাবনার সাঁথিয়ার ধুলাউড়ির আলেয়া বেগমের (৭৫) স্বামী নেই। তবে একটা মেয়ে ও একটা ছেলে আছে। ছেলের বয়স ১৩ বছর, মেয়েটা বিবাহিতা।
বৃদ্ধ আলেয়া খাতুন ইট ভাটায় ২০০ টাকা মজুরিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্বামীর ভিটায় ছোট্ট একটা খুপরি ঘরে অনেক কষ্টে জীবনযাপন করে আসছিলেন। বিভিন্ন কাজকর্ম করে পেট চালালেও বৃদ্ধ বয়সে এসে এখন যেন তিনি অত্যন্ত অসহায় হয়ে পড়েছেন। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তিনি। তার এই অসহায়ত্বের খবর পেয়ে বৃদ্ধাকে নতুন একটি ঘর তৈরি করে দেয় উপজেলা প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ক্যানেলপাড়ায় বসবাসকারী অসহায় বৃদ্ধ মোছাঃ আলেয়া খাতুনের নিকট ঘরটি হস্তান্তর করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
ঘর পেয়ে দারুণ খুশি আলেয়া খাতুন। ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ধন্যবাদ জানান।
0 Comments