এ কে খান :
বগুড়া ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি মেডিকেল কলেজের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বিশাল আকৃতির কেক কাটা, মধ্যাহ্ন ভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজের শিক্ষক-শিক্ষার্থী সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়।
এসময় জানানো হয়, বগুড়া আর্মি মেডিকেল কলেজ দেশের সকল মেডিকেল কলেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে একটি অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। এ অর্জন কলেজটির শিক্ষার মান, শৃঙ্খলা ও আধুনিক চিকিৎসা শিক্ষায় অবদানের প্রতিফলন বলে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা ও টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, অশোকা ফেলো, পিএইচএফ ও একেএস, টিএমএসএস হেলথ সেক্টরের প্রধান রোটারিয়ান ডা. মো. মতিউর রহমান, পিএইচডি এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ওয়াদুদুল হক তালুকদার নাহিদ প্রমূখ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ বগুড়া এবং টিএমএসএস মেডিকেল কলেজ পিয়ার মেডিকেল কলেজ হিসেবে চিকিৎসা, শিক্ষা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে মেডিকেল শিক্ষাকে বিশ্বমানের ও গুণগত ভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাচ্ছে। এই সমন্বিত প্রয়াস ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি শেষ হয় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে, যা উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উৎসাহের আবহ সৃষ্টি করে।
এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments