Header Ads Widget

Responsive Advertisement

কুড়িগ্রামে ভিডিপি দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপন


এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলায় ভিডিপি দিবস ও সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় সারাদেশের প্রতিটি জেলার ন্যায় কুড়িগ্রাম জেলা আনসার-ভিডিপি কর্তৃক আয়োজিত ভিডিপি সুবর্ণজয়ন্তী উৎসব ও ভিডিপি দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচন, রেলী ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস.এম. সাখাওয়াৎ হোসাইনের নেতৃত্বে রেলিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আনসার-ভিডিপি অফিস কার্যালয়ের শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় এ এস এম সাখাওয়াত হোসেন ভিডিপি'র প্রতিষ্ঠা, ঐতিহ্য ও তাদের করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বলেন ভিডিপি সদস্য দেশ ও জাতী গঠনে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন দেশের যেকোন দূর্যোগের সময় তারা নিজের জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছে। তিনি ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে আগামী জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভাবে কাজ করার আহবান জানান। 

উক্ত রেলিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৫০ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অংশ গ্রহণ করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগেশ্বরীর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. রেজকেকুজ্জামান, উলিপুরের উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া, ফুলবাড়ীর উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা শামিমা নাছরিন, চিলমারীর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মঞ্জুরা বেগম, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. বাবু মিয়া, উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান, চিলমারীর উপজেলা প্রশিক্ষক মো. নুরুজ্জামান শাহীন, উলিপুরের উপজেলা প্রশিক্ষক মো. রফিক আহমেদ, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মো. উজ্জ্বল হোসেন, ফুলবাড়ীর উপজেলা প্রশিক্ষিকা নুরুন্নাহার, নাগেশ্বরীর উপজেলা প্রশিক্ষিকা সান্তনা রায়, ব্যাটালিয়নের সদস্যসহ ভিডিপি'র ইউনিয়ন দলনেতা, দলনেত্রী ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শনে ইউজিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি