এ কে খান পিভিএম :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ভিডিপি দিবস।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় জেলা আনসার-ভিডিপি কার্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মকর্তাদের উদ্দেশ্যে ও ভিডিপি'র প্রতিষ্ঠার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
উদ্বোধন উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়, যা অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্যে উৎসাহের সঞ্চার করে। উদ্বোধনের পর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে ২৫০ জন ভিডিপি সদস্য, সদস্যা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। র্যালিটি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বিভাগীয় কমিশনার কার্যালয় গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালির মধ্য দিয়ে সমাজে সেবামূলক মনোভাব, শৃঙ্খলা ও দেশের উন্নয়নে ভিডিপির অবদানকে তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হল ভিডিপির মূল দায়িত্ব। নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভূমিকা পালন করে ভিডিপি জনগণের আস্থা অর্জন করেছে। তিনি আরও বলেন, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে ভিডিপি সদস্যদের অবদান অনস্বীকার্য। ভবিষ্যতে জনগণের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করাই ভিডিপি'র প্রধান লক্ষ্য।
বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম বলেন, ভিডিপি সদস্যরা শুধু নির্বাচনী দায়িত্বেই নয়, দৈনন্দিন জীবনে জনসেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক কল্যাণে প্রতিনিয়ত সক্রিয় রয়েছে। উদযাপন অনুষ্ঠানের পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রেরণাদায়ক। বিভিন্ন রঙের বেলুন, উজ্জ্বল ফেস্টুন এবং র্যালির ধারাবাহিকতা দর্শক ও অংশ গ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে দিয়েছে। অনুষ্ঠানটি শুধুমাত্র উদযাপন নয়, বরং জনগণের পাশে দাঁড়ানো ও দেশসেবার অঙ্গীকার পুনরায় স্মরণ করানোর মাধ্যম হিসেবেও গুরুত্ব বহন করে।
ভিডিপি দিবসে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাবেয়া সুলতানা নাজমা ও অন্যান্য উপজেলা হতে আগত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, সাধারণ আনসার, পিসি, এপিসিসহ ব্যাটালিয়ন আনসার ও মিডিয়াকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments