Header Ads Widget

Responsive Advertisement

রংপুর আনসার-ভিডিপি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

 

এ কে খান পিভিএম :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস এর ব্যবস্থাপনায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্নার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, বিএএমএস। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ নাসিম হাসানসহ রংপুর রেঞ্জ ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতমাথা জামে মসজিদের ইমাম এম. এ. হাফিজুর রহমান।

দোয়া ও মাহফিলে রংপুর রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসারের বিভিন্ন পদবী সদস্য ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত, আত্মার শান্তি এবং তাঁর পরিবারবর্গের জন্য বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। 

উল্লেখ্য, দোয়া মাহফিলটি শুক্রবার (২ জানুয়ারি) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।


Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

টিএমএসএস'র বার্ষিক কলাকৌশলী সভা অনুষ্ঠিত হলো বগুড়ায়