Header Ads Widget

Responsive Advertisement

বগুড়ার ইতিহাস-ঐতিহ্য পুনর্জীবন শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন

 

এ কে খান :

বগুড়া ইতিহাস-ঐতিহ্য চর্চা পরিষদে'র আয়োজনে দুইদিনব্যাপী সেমিনার ২ জানুয়ারি শুক্রবার বগুড়ার ঐতিহ্যবাহী পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল ইসলাম আবরার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী ও বগুড়া ইতিহাস চর্চা পরিষদের বরেণ্য ব্যক্তিগন। এছাড়াও বগুড়ার ইতিহাস নিয়ে কাজ করা গবেষক ও অ্যাক্টিভিস্ট ব্যক্তিত্বদের সক্রিয় অংশ গ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সেমিনারে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম বক্তব্য রাখেন। বক্তারা তাঁদের বক্তব্যে বগুড়ার হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার এবং সংরক্ষণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে রাষ্ট্রীয় পরিকল্পনা ও উন্নয়ন প্রক্রিয়ায় বগুড়া উপেক্ষিত থাকায় জেলার বহু ঐতিহাসিক নিদর্শন ও সম্ভাবনা আজ হুমকির মুখে। নবাবী আমলের ঐতিহ্যবাহী নবাববাড়ী ও বগুড়ার নদ নদীগুলো প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে বলেও বক্তারা উদ্বেগ প্রকাশ করেন। বক্তব্যে ঠেঙ্গামারা গ্রামের ইতিহাস ও সম্ভাবনার কথাও উঠে আসে। অবহেলা সত্ত্বেও ব্যক্তিগত উদ্যোগ ও প্রাণান্ত প্রচেষ্টায় ঠেঙ্গামারা আজ চিকিৎসা ও শিক্ষা হাবে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়। সেখানে আন্তর্জাতিক মানের আইএসও স্বীকৃত বায়োমলিকুলার ল্যাব, বিদেশ থেকে জেনেটিক পরীক্ষা, ক্যান্সার চিকিৎসা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ও ওপেন হার্ট সার্জারিসহ বহুমুখী চিকিৎসা সেবা চালু থাকায় দেশ-বিদেশের রোগীদের চাপ বাড়ছে—যা বগুড়ার সমৃদ্ধ ঐতিহ্যেরই অংশ বলে মন্তব্য করেন বক্তারা।

সেমিনারে বক্তারা স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র পাঠক এম আর আখতার মুকুলসহ বগুড়ার কৃতী সন্তানদের অবদান। একই সঙ্গে যে মহীয়সী নারীর জানাজার দিনে ঢাকা মহানগরী শোকের নগরীতে পরিণত হয়েছিল, তাঁর শোকদিবসেই এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়াকে বর্তমান সময়ের ইতিহাস হিসেবে অভিহিত করা হয়। অনুষ্ঠানে সাবেক বগুড়া পৌরপিতা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান আরডিএ প্রাঙ্গণে মরহুমার একসময়ের উপস্থিতির স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বক্তব্য দিতে গিয়ে কিছু সময় বাকরুদ্ধ হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, বগুড়ার বিমানবন্দর, বিভাগ, বিশ্ববিদ্যালয়সহ সব ন্যায্য দাবি ও হারানো গৌরব পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অন্যান্য বক্তারাও বগুড়ার ঐতিহাসিক মর্যাদা ফিরিয়ে আনা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে জেলাটিকে সমৃদ্ধ করার আশাবাদ ব্যক্ত করেন। দুই দিন ব্যাপী এই সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গবেষক ও বিদগ্ধ বক্তারা বগুড়ার ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন। 

এ সময় নানা শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গবেষক, গন্যমান্য ব্যক্তিবর্গ, নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

পাবনা ১ আসনে হাজী ইউনুছ আলী ও খায়রুন্নাহার মিরুর মনোনয়নপত্র বাতিল