রাকিব হোসাইন, সাঁথিয়া, পাবনা :
পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে একমাত্র মাঠের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ফসল পরিবহন ও গ্রামবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা অচল হওয়ায় স্থানীয় কৃষকরা প্রতিদিন প্রায় দুই কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে কৃষিপণ্য ও কৃষিযন্ত্রপাতি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পুন্ডুরিয়া গ্রামের এই কাঁচা রাস্তা কৃষিকাজ ও দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাওয়ার ট্রিলারসহ অন্যান্য কৃষিযন্ত্র নিয়ে মাঠে যাতায়াত এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, বিকল্প কোনো রাস্তা না থাকায় ফসল পরিবহন করতে বেশি সময় ও খরচ ব্যয় হচ্ছে। ফলে পুন্ডুরিয়া ও আশপাশের কয়েকটি গ্রামের কৃষকসহ সাধারণ মানুষও চরম দুর্ভোগের মুখে পড়েছেন।
স্থানীয় কৃষক মুন্নাফ বলেন, “এই রাস্তা দিয়েই আমাদের সব ফসল আনা-নেওয়া করতে হয়। এখন রাস্তা নষ্ট হওয়ায় অনেক দূর ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বেড়ে গেছে।”
আরেক কৃষক জানান, দ্রুত রাস্তাটি সংস্কার করা না হলে ভবিষ্যতে ফসল উৎপাদন ও বাজারজাতকরণে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।
গ্রামবাসীরা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তা সংস্কারের জোর দাবি জানিয়েছেন।
0 Comments