মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা :
আজ বুধবার (৩১ ডিসেম্বর) পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর, আতাইকুলা, কাশীনাথপুর, পুন্ডুরিয়া, করমজাসহ বিভিন্নস্থানে সাবেক প্রধানন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সাঁথিয়া উপজেলা বিএনপির আহবানে আজ বুধবার বিকেলে সাঁথিয়া ফুটবল মাঠে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ফজলুল হক, শাহজাহান আলী, সাঁথিয়া পৌর জামায়াতের আমির হাফেজ আব্দুল গফুর, বোলয়াইলমারী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আব্দুল্লাহ, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কালাম, প্রেসক্লাব সহ সভাপতি ফারুক হোসেন প্রমুখ।
গায়েবানা জানাযা নামাজ পড়ান সাঁথিয়া থানা মসজিদের ইমাম হাফেজ আতিউল্লাহ।
0 Comments