বিশেষ প্রতিনিধি :
পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আগামী নির্বাচন পরিচালনা উপলক্ষে উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ১২ ডিসেম্বর এ বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা কর্মসূচি সম্পর্কে এবং ভোট প্রার্থনা করেন বক্তব্য দেন বিএনপি'র চেয়ারপারসন এর বিশেষ সহকারি ও পাবনা ৫-আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, মহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক ও প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মহাতাব উদ্দিন বিশ্বাস।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা ও আব্দুর রহিম মহুরি প্রমূখ। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সেক্রেটারি, পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক এম এ খালেক খান পিভিএম, সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মন্টু বিশ্বাস, চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রহমত আলী শেখ, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মো. আলাউদ্দিন খান, চরতারাপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. বাবলু বিশ্বাস, ভাঁড়ারা ইউনিয়ন বিএনপির নেতা মো. ছাপ্পান, মো. আব্দুল খালেক প্রমুখ। এ সময় অনুষ্ঠানে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির নাসির উদ্দিন মাস্টার, প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমানসহ সাদুল্লাপুর, চরতারাপুর ও ভাঁড়ারা ইইনিয়ন বিএনপি, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলের গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতা কমী প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments