এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর বৈদেশিক উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান পল্টুর উদ্যোগে বগুড়ার হেঙ্গামারা এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। টিএমএসএস এর আওতাধীন পরিচালিত বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইন বিনোদন জগতে শনিবার রাতে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে টিএমএসএস'র বৈদেশিক উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, পুন্ড্র ইউনিভার্সিটির কলা অনুষদের ডীন প্রফেসর মো. আহমদ শরীফ, পুন্ড্র ইউনিভার্সিটির পরিচালক অর্থ মো. আফসার আলী এফসিএ, এবি ব্যাংকের শাখা ম্যানেজার ও নর্থ বেঙ্গলের রিজিওনাল হেড মো. রাশিদুল ইসলাম ও ডক্টর এনামুল হক আট এন্ড কালচারাল একাডেমির সভাপতি, সহসভাপতি ও অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে বিকালে টিএমএসএস'র একই স্থানে ব্যাংক আলফালাহ'র সৌজন্যে এলাকার দরিদ্র, অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম। তিনি বলেন, টিএমএসএস একটি তৃণমূল থেকে গড়ে ওঠা মানবিক উন্নয়ন সংস্থা, যা সারা দেশব্যাপী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার। ভবিষ্যতে এসব মানবিক উদ্যোগ আরও বিস্তৃতভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে টিএমএসএস পরিকল্পনা গ্রহণ করেছে বলেও তিনি জানান।
ডক্টর হোসনে আরা বেগম বলেন, টিএমএসএসকে আরও গতিশীল ও বেগবান করতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সততা, ন্যায়নিষ্ঠা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে শীতবস্ত্র বিতরণে সহায়তাকারী আল-ফালাহ্ ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টিএমএসএসের উপদেষ্টা আয়শা বেগম, আলফালা ব্যাংকের বাংলাদেশের কান্ট্রি অফিসের সবার ম্যানেজার মোঃ ইমরান নেয়াজী ও কান্ট্রি অফিস বাংলাদেশের সিনিয়র অফিসার মাইকেল গোমেজ। এছাড়াও টিএমএসএস'র পরিচালক মোঃ মাহাবুবর রহমান, পরিচালক মো. আ. সালাম, পরিচালক আবুল বাশার ভূইয়া, পরামর্শক মোঃ তোফাজ্জল হোসেন, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডা. মতিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য দেন। এছাড়াও দুইটি অনুষ্ঠানে টিএমএসএস'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপদেষ্টা, পরিচালক, নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সুবিধাভোগী মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, সমাজসেবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল-ফালাহ্ ব্যাংকের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও টিএমএসএসের মাধ্যমে আরও বেশি সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান। অনুষ্ঠানে তিন সহস্রাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
0 Comments