Header Ads Widget

Responsive Advertisement

সবার উপরে মানুষ—ভেদাভেদ নয় গণতন্ত্রে : অ্যাডভোকেট শিমুল বিশ্বাস

 


জুবায়ের খান প্রিন্স, পাবনা :

“সবার উপরে মানুষ সত্য, তার উপরে কিছু নেই। জাতি, ধর্ম কিংবা গোত্রে কোনো ভেদাভেদ গণতন্ত্রে স্থান পায় না”—এ মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও মানবিক রাজনীতির প্রবক্তা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে শিমুল বিশ্বাস বলেন, “এদেশের পাহাড়-সমতলের সবাই আমার ভাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই সমান মানুষ। সবার উন্নয়ন ও সম্প্রীতির জন্য একসঙ্গে কাজ করাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি দেশপ্রেমিক ও মানবিক সকল উদ্যোগে সনাতন সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন।

হিন্দু ছাত্র মহাজোটের পাবনা জেলা সভাপতি শুভ মজুমদার বলেন, শিমুল বিশ্বাস আন্তরিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন এবং নিরাপত্তা ও সহাবস্থানের বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের প্রত্যাশা। পাবনার উন্নয়নে আমরা তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বলেন, শিমুল বিশ্বাস মেহনতি ও সাধারণ মানুষের নেতা। পাবনার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতিতে সনাতন ছাত্র-যুব সমাজকে সঙ্গে নিয়ে তারা তার পাশে থাকবেন।

২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় শামছুর রহমান শিমুল বিশ্বাসের নিজ বাসভবনে পুর্ব নির্ধারিত আলাপচারিতায় এসব কথা হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাত্ররা শিমুল বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দির এর সভাপতি সঞ্জয় বসাক, মানিক ঘোষ, ইন্দ্রনীল সরকার, রাজধীস ভট্টাচার্য, কোমল বসাক, সুজন রায়, অলোক বসাক, সঞ্জয় সাহা, রতন সরকার, প্রশান্ত দাস, মনা বসাক, রনি রায়, অরুপ সরকার, মিঠু কর্মকার, সুজয় কর্মকার, সুজন নন্দী, সঞ্জয় রায়, উজ্জল সাহা, সাধন পাল, পার্থ চক্রবর্তী, অর্পণ বসাক, পিয়ন সরকার, আবির ভৌমিক, চন্দন চক্রবর্তী।

মতবিনিময় সভায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

সবার উপরে মানুষ—ভেদাভেদ নয় গণতন্ত্রে : অ্যাডভোকেট শিমুল বিশ্বাস