এ কে খান, পাবনা ব্যুরো :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ে সদ্য যোগদানকৃত উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা এবং মহাব্যবস্থাপক মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) ব্যাংকের পক্ষ থেকে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নবনিযুক্ত এই দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহেদা বেগম। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহেদা বেগম নবযোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব অত্যন্ত জরুরি। নবযোগদানকৃত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের অভিজ্ঞতা ও দক্ষতা ব্যাংকের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও বলেন, ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে দলগতভাবে কাজ করতে হবে এবং গ্রাহকসেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে। নতুন কর্মকর্তারা তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে ব্যাংকের সুনাম আরও বৃদ্ধি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা তার বক্তব্যে বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। ব্যাংকের লক্ষ্য অর্জনে এবং কৃষক ও গ্রাহকদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করবো।”
মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, নতুন কর্মস্থলে যোগদান করে সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করতে চাই। সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাকাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। অনুষ্ঠান শেষে নবযোগদানকৃত কর্মকর্তারা ভবিষ্যতে তাদের কর্মকাণ্ড আরও ফলপ্রসূ করতে সবার সহযোগিতা কামনা করেন। পুরো অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
0 Comments