Header Ads Widget

Responsive Advertisement

পাবনার চরতারাপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

 


এ কে খান, পাবনা :

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) আড়িয়া গোহাইলবাড়ি এলাকার সাবেক চেয়ারম্যান শেখ রহমত আলীর বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রহমত আলী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, প্রখ্যাত শ্রমিক নেতা ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও পারিবারিক কার্ডের মাধ্যমে জনগণকে সব ধরনের সেবা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর চালের দাম ছিল চার থেকে পাঁচ টাকা এবং কৃষি প্রযুক্তির আমদানির মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, মহাতাব বিশ্বাস রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রস্তাবিত মাস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে শহীদ জিয়ার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শিমুল বিশ্বাসকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসা, পাবনা মোটর মালিক সমিতির সভাপতি রেহানুল ইসলাম বুলাল, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. আলীম মোল্লা, এডওয়ার্ড কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহানা শিউলি, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, কৃষক দলের নেতা সাইদুল ইসলাম ছাপ্পান, প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, জেলা যুবদলের সদস্য সচিব মো. মনির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় পাবনা প্রেসক্লাবের সেক্রেটারি মো. জহুরুল ইসলাম, সাংবাদিক এম এ আলীম রিপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উঠান বৈঠকে সাদুল্লাপুর, চরতারাপুর ও ভাঁড়ারা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রাম, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ