ওয়ান মিনিট টিভি ডেস্ক :
পাবনা: পাবনা-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩ টায় তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, বিগত নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত হয়নি, তবে এবার একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে বিএনপি। তিনি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
0 Comments