এ কে খান পিভিএম :
দেশের সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলায় অবস্থিত ৩৯ আনসার ব্যাটালিয়নের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে আয়োজিত দরবার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপযুক্ত কথাগুলি বলেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহসহ সকল ধরনের অপরাধ দমনে আনসার ভিডিপি-সদস্যদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত শরীরচর্চা, ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রেঞ্জ উপমহাপরিচালক আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলা বজায় রেখে অর্পিত দায়িত্ব পালন করলে আনসার বাহিনী দেশের মানুষের আস্থা আরও দৃঢ়ভাবে অর্জন করতে সক্ষম হবে। ৩৯-আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আনসার-ভিডিপি'র জেলা কমান্ড্যান্ট মোঃ সাইফুদ্দিন এবং পঞ্চগড় জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল বাদ ফজর দোয়া মাহফিল, জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলন, ব্যাটালিয়ন সদস্যদের দরবার, প্রীতিভোজ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে কেক কেটে ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, নানা শ্রেণি পেশার মানুষ, ৩৯-আনসার ব্যাটালিয়ানের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 Comments