এ কে খান, পাবনা :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্তৃক আয়োজিত বগুড়ার উত্তর ও দক্ষিণ জোনের পারফরম্যান্স পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) বগুড়ার শেরপুরের পল্লী উন্নয়ন একাডেমির কন্ফারেন্স হলরুমে এ পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নিদেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। রাকাবের বগুড়ার দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এ ছাড়াও অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, আইসিসি ও রাজশাহী বিভাগের বিভাগীয় মহাব্যবস্থাপক অতিরিক্ত দায়িত্ব তাজ উদ্দীন আহম্মদ প্রমূখ বক্তব্য দেন। ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে। তিনি রাকাবের বিভিন্ন কর্মসূচি সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায়ে সর্তকতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। এ সময় রাকাবের বগুড়া উত্তর ও দক্ষিণ জোনে কর্মরত কর্মকর্তাগণ অংশ নেয়।
0 Comments