Header Ads Widget

Responsive Advertisement

পাবনার ডিসি ও এসপি'র সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

 

খালেদ আহমেদ, পাবনা :


পাবনা জেলার সনাতনী হিন্দু সম্প্রদায়ের পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পাবনা জেলা শাখা এবং জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ-এর সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার, ৯ ডিসেম্বর— দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং বিকেল ১টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত ওই সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন এবং এরপর বৈঠক শুরু হয়। 

সভায় মণ্ডপ ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পূজা উদযাপন কমিটির সদস্যরা তাদের সমস্যাসমূহ, প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন এবং প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও আশ্বাস পান।

জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, “পাবনার পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির ব্যানারে বিভিন্ন সময়ে উন্নয়নমূলক ও সামাজিক কাজে যুক্ত—এটি দেখে আমি আনন্দিত। আগের জেলা প্রশাসকদের মতোই আমিও আপনাদের সহযোগিতা অব্যাহত রাখব। যেকোনো সময় যেকোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন।”

পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “আইনশৃঙ্খলা নিশ্চিত করাই আমার প্রধান দায়িত্ব। জনমানসের মধ্যে অনাস্থা বা ভীতি সৃষ্টি করবে এমন পরিস্থিতি অনুমোদন করা হবে না। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সন্দেহ হলে অবশ্যই আমাদের জানাবেন—কারণ এটি সবার বাংলাদেশ।”

সভাপতি রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে পূজা, কীর্তনসহ ধর্মীয় বিভিন্ন সমস্যার বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে—পূজা চলাকালীন সময়ে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের মধ্যে সমন্বয় জোরদার করা অবশ্যক।


উপস্থিত ছিলেন— জেল কমিটির সহ-সভাপতি কার্তিক সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক কমল চন্দ্র দাস (ভারপ্রাপ্ত), যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সাংগঠনিক সম্পাদক সুদর্শন তালুকদার, সদস্য অনীশ কুমার সরকার, সুকুমার সরকার, উপদেষ্টা হেনা গোস্বামী, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি নিতাই সরকার, আমিনপুর থানা আহ্বায়ক অনিল সাহা, সদস্য সচিব চঞ্চল সরকার, যুগ্ম সদস্য সচিব পলাশ মালাকার, চাটমোহর উপজেলা সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য, সুজানগর উপজেলা সভাপতি সুবোধ সরকার নট প্রমুখ।



Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ