এ কে খান :
আমেরিকা প্রবাসী বারী গ্রুপ অব কোম্পানিজ-এর স্বত্বাধিকারী আসেফ বারী টুটুলের আমন্ত্রণে টিএমএসএস'র একটি প্রতিনিধি দল রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তার নিজস্ব বাসভবনে সৌজন্য সাক্ষাতে অংশ গ্রহণ করেন।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রতিনিধি দল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা আধুনিক টিএমএসএস'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। এছাড়াও প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন টিএমএসএস'র স্বাস্থ্য সেক্টরের উপ নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান ও টিএমএসএস গভর্নিং বোর্ডের ট্রেজারার আয়েশা বেগম প্রমূখ। টিএমএসএস'র প্রতিনিধি দলের সদস্যরা গঙ্গাচড়ায় পৌঁছালে আসেফ বারী টুটুল ও তার পরিবারের সদস্যরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎ শেষে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও কুশল বিনিময়ের পরে তাদের মধ্যে এক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতের আলোচনায় দেশের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যখাত ও মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে অতিথিবৃন্দ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে নানা সমাজিক ও মানবিক উন্নয়ন মূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় আসেফ বারী টুটুল, তার পরিবারের সদস্য ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments