এ কে খান, পাবনা ব্যুরো :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আতিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজশাহী নগরীর রাকাবে'র প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালন, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। তিনি বিদায়ী কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাকাব একটি কৃষকবান্ধব রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এখানে দায়িত্ব পালনের সময় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, তা ভবিষ্যতেও ব্যাংকিং খাতে অনুসরণীয় হয়ে থাকবে। তিনি নতুন কর্মস্থলেও দেশ ও ব্যাংকের স্বার্থে একই আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, কাজী আব্দুর রহমান ও মোহাম্মদ আতিকুল ইসলাম তাঁদের দায়িত্ব পালনকালে ব্যাংকের প্রশাসনিক কার্যক্রম, আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের নেতৃত্ব ও অভিজ্ঞতায় ব্যাংকের বিভিন্ন কার্যক্রম গতিশীল হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল উপ-মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, সেল প্রধানগণ, রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ, এসইসিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, সহ. মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মানে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।
0 Comments