Header Ads Widget

Responsive Advertisement

রংপুরে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

 


এ কে খান, পাবনা :

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের রংপুর অঞ্চল কর্তৃক আয়োজিত ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ৬ ডিসেম্বর শনিবার রংপুর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, নতুন প্রকল্পের ঋণ বিতরণ, ঋণ আদায় ও খেলাপি মেয়াদোর্ত্তীণ ঋণ পুনরুদ্ধার এসব বিষয়ে দিক নির্দেশনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপন করাই সম্মেলনের মূল লক্ষ্য ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন। তিনি তাঁর বক্তব্যে ব্যাংকের চলমান প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে কর্মকর্তাদের আন্তরিকতা, সময়োপযোগী পরিকল্পনা ও সেবার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আরও ত্বরান্বিত করা, খেলাপি ঋণ আদায়ে কঠোর মনিটরিং, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার ও উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল (বিভিএম, পিভিএমএস) এবং কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম সাখাওয়াৎ হোসাইন। বক্তারা বলেন, আনসার-ভিডিপি সংগঠনের সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি ও মাঠপর্যায়ে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সায়েদুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি রংপুর অঞ্চলের সামগ্রিক ব্যাংকিং কার্যক্রম, শাখাগুলোর অগ্রগতি, সঞ্চয়, ঋণ বিতরণ পরিস্থিতি ও বার্ষিক মুনাফা অর্জনের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, এ অঞ্চলের প্রতিটি শাখায় বছরের লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্মেলনে রংপুর অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক অংশ নিয়ে তাঁদের শাখার কর্মসম্পাদন, সাফল্য, চ্যালেঞ্জ ও আগামী বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। শাখাগুলোর অগ্রগতি মূল্যায়ন, গ্রাহকসেবা উন্নয়ন, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ ও বকেয়া ঋণ আদায়ে জোরদার তদারকি নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, এ ব্যাংকের কর্মকান্ডে আরও গতিশীল ও বেগবান করতে যার যার অবস্থান থেকে দ্বায়িত্ব পালনের আহবান জানান। বক্তারা বলেন ঋণ বিতরণ করার সময় নানা পরীক্ষা নিরীক্ষা করে ঋণ বিতরণ করা দরকার। ব্যবসায়িক সম্মেলন শেষে আগামী বছরের লক্ষ্য পূরণে সকল কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকদেরকে আরও আন্তরিক হয়ে মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ