Header Ads Widget

Responsive Advertisement

আটঘরিয়ায় ব্যানবেইস'র আওতাধীন শিক্ষকগণের বেসিক আইসিটি বিষয়ক ১ম ব্যাচের প্রশিক্ষণ

 


ওয়ান মিনিট টিভি ডেস্ক :

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর আওতাধীন বেসিক আইসিটি ট্রেনিং ফর টিসার্স বিষয়ক প্রশিক্ষণ আটঘরিয়া উপজেলার আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারে গত ১৩ নভেম্বর থেকে ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সোমবার (০১ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০টার আটঘরিয়া উপজেলার চত্বরে অবস্থিত আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার পরিদর্শন করে দেখা যায়, পাবনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কুল, কলেজ এবং মাদরাসা সর্বমোট ২৪ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন।  প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলে  জানা যায়, তারা এই প্রশিক্ষণে বেশ উপকৃত হচ্ছেন। ইসলাগাতী উচ্চ বিদ্যালয়র সহকারী শিক্ষক এফ এম মনজুর-এলাহী প্রতিবেদকে জানান, ব্যানবেইস কর্তৃক বেসিক আইসিটি ট্রেনিং করলে একজন শিক্ষক এআই যুগকে ধারণ করতে পারবে। তিনি  অনায়াসে মাল্টিমিডিয়া ক্লাসে নিজের তৈরি কন্টেন্ট ব্যবহার করে নিজেই ক্লাস নিতে পারবেন। আপর শিক্ষক বালিতিতা আশরাফুল উলুম ফাজিল মাদরাসা প্রভাষক মো.  আরাফাত রহমান সাগর বলেন, আমরা এখন এ আই যুগে বাস করি। অতএব তথ্য প্রযুক্তির এই যুগের শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করতে হলে আমাদের অবশ্যই কম্পিউটারে অনেক দক্ষ হতে হবে।

আটঘরিয়া উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের তথ্য মতে, ১৫ দিনব্যাপী এই  প্রশিক্ষণে  মূলত ডেক্সটপ, ল্যাপটপ, সফটওয়ার, হার্ডওয়ার কী? এছাড়া এমএস ওয়ার্ড ও এমএস এক্সেলের যাবতীয় খুটিনাটি, সেলারি সিট, রেজাল্ট সিট তৈরি; ইন্টারনেট, ওয়েবসাইট, ওয়েব ব্রাউজিং এবং জিমেইল খোলা এবং পরিচালনা বিষয় শেখানো হয়। বিশেষ করে গুগল সার্ভিসে গুগল ম্যাপ নেভিগেশন, ক্যালেন্ডার, ট্রানস্লেটর, গুগল ড্রাইভ, গুগল ডকস্, জুম মিটিং অন্যতম। এছাড়া ইন্টারনেট ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এবং নিজের কন্টেন্ট সাবমিট করা শেখানো হয় ; বিশেষ করে তথ্য বাতায়ন ও  শিকক্ষ বাতায়ন সমন্ধে ব্যাপক জ্ঞান অর্জন করানো হয়। সবচেয়ে বড়ো কথা  হলো এই প্রশিক্ষণে এমএস পাওয়ারপয়েন্ট ব্যাপকভাবে সেখানো হয়। যাতে করে শিক্ষকগণ নিজেই নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন, কন্টেন্টে এনিমেশন, ট্রানজিশন দিতে পারেন এবং ইচ্ছামত ডিজাইন করে একটা আকর্ষণীয় ও আন্দোলনময় ক্লাস উপহার দিতে পারেন সেই ব্যবস্থা এখানে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং বার বার প্রাকটিস করানো হয়। 

আমরা মনি করি তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে একজন শিক্ষক হবেন প্রযুক্তিগত দক্ষ এবং মেধা-মননে, জ্ঞান-গরিমায় অনেক অনেক পারদর্শী।

Post a Comment

0 Comments

বৈশিষ্ট্যযুক্ত খবর

বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ