এ কে খান,পাবনা :
বরিশাল আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিনব্যাপী ষষ্ঠ ধাপের আনসার মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন ১৭১ জন প্রশিক্ষণার্থী।
গতকাল রবিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মূল বক্তব্যে মহাপরিচালক বলেন, “দুর্যোগ, সংকট কিংবা জাতীয় যেকোনো জরুরি পরিস্থিতিতে সবসময় প্রস্তুত থাকতে হবে। দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও শৃঙ্খলাই একজন প্রকৃত আনসার সদস্যের পরিচয়।” তিনি প্রশিক্ষণার্থীদের জাতীয় সেবা, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্প্রদায়ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, আনসার বাহিনী চারটি স্তম্ভ—ভিডিপি, টিডিপি, উপজেলা আনসার, অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার—মিলে একটি বহুমাত্রিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলেছে, যা দেশের সর্বস্তরের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহিনীর সদস্যদের প্রতিটি পদক্ষেপে সততা, দক্ষতা ও দায়িত্ববোধ প্রতিফলিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উন্নত প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনে উৎসাহিত করেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আন্তর্জাতিক ভাষা শেখার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের, রেঞ্জ কমান্ডার ও পরিচালক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বরিশাল জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপনী অধিবেশন শেষে শ্রেষ্ঠ তিন প্রশিক্ষণার্থীর মাঝে পুরস্কার ও সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
0 Comments